মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
গ্রামে ঘর করতেও সরকারের অনুমতি লাগবে
Home Page » আজকের সকল পত্রিকা » গ্রামে ঘর করতেও সরকারের অনুমতি লাগবেবঙ্গ-নিউজঃ গ্রামে ঘর তৈরি করতেও সংশ্লিষ্ট স্থানীয় সরকারের অনুমতি লাগবে। এ ধরনের একটি আইন আসছে বাংলাদেশে। সম্প্রতি সরকার এ ধরনের একটি আইন প্রণয়নে প্রয়োজনীয় সায় দিয়েছে বলে জানা গেছে।
সোমবার মন্ত্রীসভার একটি বৈঠিক অনুষ্ঠিত হয়। সেখানে নীতিগত অনুমোদন পেয়েছে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭’। তাতেই গ্রামাঞ্চলে ভূমি ব্যবহারের জন্য প্রশাসনের অনুমোদন লাগবে, এ রকম একটি আইনের কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় যাতে শৃঙ্খলা আসে, এ জন্যই এ আইনটি করা হচ্ছে। এটি অনেক দিনের প্রত্যাশিত আইন।’
জানা গেছে, আইনটির প্রস্তাবে বলা হয়েছে, কেউ যদি আইন না মানে তাহলে পাঁচ বছরের জেল বা ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হবে।
এ রকম আইন কেনো দরকার, তার যৌক্তিকতা বিষয়ে শফিউল আলম বলেন, ‘আমরা যাতে পরিকল্পনা করে ভূমি ব্যবহার করি, এ জন্যই মূলত এ আইন করা হচ্ছে। এতে জমির যে কোনো ধরের অপব্যবহার বন্ধ হবে।’
বাংলাদেশ সময়: ১৯:৫৭:৩৬ ৩৮০ বার পঠিত