মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
রিয়াদ চ্যাম্পিয়নের মতো ফিরবে, বিশ্বাস মাশরাফির
Home Page » ক্রিকেট » রিয়াদ চ্যাম্পিয়নের মতো ফিরবে, বিশ্বাস মাশরাফিরগত কদিনে মাহমুদুল্লাহ রিয়াদের উপর দিয়ে যে ঝড় গেছে, তা হয়তো আর কখনোই যায়নি। তারপরও বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, রিয়াদ চ্যাম্পিয়নের মতো ফিরে আসবে এবং পারফর্ম করবে।
গল টেস্টে খুব বাজে পারফর্মের কারণে রিয়াদ এমনিতেই কলম্বোতে বাদ পড়তেন। এমন আলোচনা আগে শোনা যাচ্ছিলো। কিন্তু তাকে বাদ দেয়ার প্রক্রিয়াটা ছিলো জঘন্য। কলম্বোতে তাকে বাদ দেয়ার ঘোষণা দিয়ে দেশে ফেরত পাঠানোর মতো সিদ্ধান্তও নেয়া হয়েছিলো। ফলে স্বাভাবিকভাবেই মানসিক আঘাত পেয়েছিলেন রিয়াদ।
কিন্তু রিয়াদকে শেষ মুহূর্তে দেশে ফেরানো হয়নি মাশরাফির ইচ্ছেতে। মাশরাফি নির্বাচকদের স্পষ্ট করে বলে দেন যে, রিয়াদকে দেশে পাঠানো হলে তিনি শ্রীলঙ্কা যাবেন না।
এ দিকে কলম্বো টেস্ট শেষ হওয়ার আগেই ওয়ানডে দলে যোগ দিতে শ্রীলঙ্কা যান মাশরাফি। শততম টেস্ট জয় তিনি দেখেন মাঠে বসেই। তারপর গতকাল অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই রিয়াদকে নিয়ে কথা বলেন।
অধিনায়ক বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ের জন্যই এ রকম কিছু হতে পারে। মনে হতে পারে যে, আমাকে আরেকটা সুযোগ দিলে হয়তো ভালো কিছু করতাম। তারপরও এ রকম কিছু হয়ে যায়। এ সব ক্ষেত্রে মেনে নিতে হবে।’
‘আমার মনে হয় রিয়াদ নিজেকে দলের অংশই মনে করে এবং শততম টেস্ট জেতায় ও খুশি। স্বাভাবিকভাবেই ওর খুশি হওয়ার কথা। এটা আশা করি ওকে আত্মবিশ্বাসী করে তুলবে। এই পরিস্থিতিতে শান্ত থাকাটা জরুরি। তাহলে নিজেকে ফিরে পাওয়া যাবে।’ যোগ করেন অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪১ ৩২১ বার পঠিত