মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭

ট্রাম্পের জনপ্রিয়তার কমে এখন মাত্র ৩৭ শতাংশ!

Home Page » এক্সক্লুসিভ » ট্রাম্পের জনপ্রিয়তার কমে এখন মাত্র ৩৭ শতাংশ!
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরেক ধাপ নিচে নামলো। আগের এক জরিপে দেখা যাচ্ছিল, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা ৪২ শতাংশ। কিন্তু সর্বশেষ গ্যালোপ পোলের মতামত জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ৩৭ শতাংশে গিয়ে ঠেকেছে।

donald trump moody

গতকাল রোববার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমান বিশ্ব রাজনীতির বড় বিতর্কিত নাম। ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড ও সিদ্ধান্তের বিষয়ে একমত হতে পারছেন না বিশ্ব রাজনৈতিকরা।

অভিবাসী এবং কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্পের সর্বাত্মক চেষ্টা সহজ ভাবে নিতে পারছেন না বিশ্ব নেতারা। মার্কিনিদের বড় একটা অংশও যে ট্রাম্পের উপর নাখোশ জরিপে সেটাই উঠে এসেছে।

পুরো যুক্তরাষ্ট্রের প্রায় দেড় হাজার ব্যক্তির মতামত নিয়ে এবারের জরিপ প্রকাশ করা হয়েছে। এতে ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র ৩৭ শতাংশে নেমে যাওয়ার পাশাপাশি উঠে এসেছে ৫৮ শতাংশ মার্কিন নাগরিকই ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪৯   ৩২৪ বার পঠিত