সোমবার, ২০ মার্চ ২০১৭

দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

Home Page » বিবিধ » দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
সোমবার, ২০ মার্চ ২০১৭



1280x720-jdi.jpgবঙ্গ-নিউজঃ উত্তর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। বিমানটিতে ৪৪ জন যাত্রী ছিলো। তাদের সবাই নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।
তবে বিমান বিধ্বস্তের ব্যাপারে নিশ্চিত করলেও নিহতের খবর সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানায়নি কর্তৃপক্ষ। বিধ্বস্ত বিমানটির যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে কোনো যাত্রীই আর বেঁচে নেই বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।দক্ষিণ সুদানের সংবাদমাধ্যম ন্যাশনাল কুরিয়ার বিধ্বস্ত বিমানটির বেশ কিছু ছবি প্রকাশ করেছে।

সাউথ সুপ্রীম এয়ারলাইন্সের ‘আন্তনভ ২৬’ বিমানটি রাজধানী জুবা থেকে ওয়াউ এয়ারপোর্টে অবতরণের চেষ্টাকালে বিধ্বস্ত হয়।

আপডেট: বিধ্বস্ত বিমানটি থেকে কমপক্ষে নয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকেই ওয়াউ হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানটির ভিতরে আরও যাত্রী জীবিত থাকতে পারেন বলে ধারনা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২৩:১৫:১৪   ২৬৫ বার পঠিত