সোমবার, ২০ মার্চ ২০১৭
ট্রাম্প করমর্দনের প্রস্তাব শুনতে পারেননি
Home Page » প্রথমপাতা » ট্রাম্প করমর্দনের প্রস্তাব শুনতে পারেননিবঙ্গ-নিউজঃ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের করমর্দনের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করেননি বলে দাবি করেছেন ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার। তিনি দাবি করছেন, ট্রাম্প করমর্দনের প্রস্তাব শুনতে পারেননি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, জার্মানির সাপ্তাহিক পত্রিকা দের স্পাইগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার এই দাবি করেছেন।
গত শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দ্বিপক্ষীয় বৈঠক করেন। সংবাদ সম্মেলন শেষে তাঁরা করমর্দন করেছিলেন।
হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে গণমাধ্যমের সামনে ম্যার্কেল আরেকবার করমর্দনের জন্য হাত এগিয়ে দিলে ট্রাম্প সেটা না দেখার ভান করেন। ম্যার্কেল দ্বিতীয়বার করমর্দনের প্রস্তাব দিলেও ট্রাম্প এমনই ভান করেন, যেন তিনি কানেই শোনেন না। এতে অপ্রস্তুত হয়ে যান ম্যার্কেল তবে ট্রাম্প তাতে থাকেন নির্বিকার। কিন্তু ততক্ষণে জার্মানির চ্যান্সেলর পরিস্থিতি সামলে নেন। তিনি সাংবাদিকদের দিকে তাকিয়ে মৃদু হাসেন।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে নানা রকম ঠাট্টা-বিদ্রূপ শুরু হলে আজ শন স্পাইসার করমর্দনের প্রস্তাব ট্রাম্প নাকচ করেননি বলে দাবি করেন।
বাংলাদেশ সময়: ১১:৫৭:০৮ ৩৬৩ বার পঠিত