রবিবার, ১৯ মার্চ ২০১৭

শততম টেস্ট জয়ের মূল্য শত লাখ টাকা

Home Page » আজকের সকল পত্রিকা » শততম টেস্ট জয়ের মূল্য শত লাখ টাকা
রবিবার, ১৯ মার্চ ২০১৭



 

বঙ্গ-নিউজঃ শ্রীলংকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আরেকটি সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদের ১ কোটি টাকা বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

 

রোববার শততম টেস্টে এসে নবম জয়ের দেখা পায় বাংলাদেশ। আর শ্রীলংকার বিপক্ষে সাদা পোশাকে এটিই টাইগারদের প্রথম জয়।

এমন ঐতিহাসিক জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে এমন ঘোষণা দেন।

জানা গেছে, এই টেস্টে জিতলে ক্রিকেটারদের পুরস্কার দেয়া হবে এমন ঘোষণা শ্রীলংকায় থাকাকালেই দিয়েছিলেন পাপন। আর ম্যাচ জয়ের পর ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিলেন বিসিবি সভাপতি।

প্রসঙ্গত, কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়।

দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে দলের জয়ের ভিত তৈরি করে দেয়ায় ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল। অন্যদিকে বল ও ব্যাট হাতে অলরাউন্ড নৈপুণ্যের কারণে সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ২০:৪৭:০৬   ৩৪০ বার পঠিত