রবিবার, ১৯ মার্চ ২০১৭
মুফতি হান্নানের মৃত্যুদণ্ড বহাল
Home Page » প্রথমপাতা » মুফতি হান্নানের মৃত্যুদণ্ড বহাল
বঙ্গ-নিউজঃ মুফতি হান্নানসহ তিনজনের জঙ্গির রায় পূনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এতে মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকল তাদের। আপিল বিভাগের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ পূনর্বিবেচনার আবেদন করেছিলেন মুফতি হান্নানসহ তিনজন।
এর আগে সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার দায়ে মুফতি হান্নানসহ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের তিন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর করার আদেশ দেন আপিল বিভাগ।
আজ রোববার মুফতি হান্নানসহ তিন জঙ্গি নেতার রায় পূনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ।
এই খারিজের পর যেকোন সময় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। তবে আসামিরা চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন।
মুফতি হান্নান ছাড়া ফাঁসির অপর দুই দণ্ডপ্রাপ্ত হলেন শরীফ শাহেদুল আলম ওরেফ বিপুল ও দোলোয়ার ওরফে রিপন।
বাংলাদেশ সময়: ১৭:২৪:৪২ ৩৫৫ বার পঠিত