৭ মার্চ আদালত স্বতোঃপ্রণোদিত হয়ে ম্যানহোলে পড়ে ওই ব্যক্তি মারা যাওয়ার ঘটনার ব্যাখ্যা ওই দুই কর্মকর্তাকে তলব করেন। পাশাপাশি রুলও জারি করেন।
রুলে ম্যানহলে পড়ে ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিবাদীদের কর্তব্য কাজে অবহেলার কারণে কেন তাদের দায়ী করা হবে না তা জানতে চাওয়া হয়। এছাড়া মৃত ব্যক্তির পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চান আদালত।
স্থানীয় সরকারসচিব, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলে বিবাদী করা হয়।
প্রসঙ্গত ৬ মার্চ পল্টনে কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে একটি খোলা ম্যানহোলে পড়ে নিহত হন এক ব্যক্তি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।