রবিবার, ১৯ মার্চ ২০১৭
জুতার ডিজাইনে বাংলাদেশের পতাকা: তুমুল সমালোচনা ফেসবুকে
Home Page » প্রথমপাতা » জুতার ডিজাইনে বাংলাদেশের পতাকা: তুমুল সমালোচনা ফেসবুকে
বঙ্গ-নিউজঃ জুতার ডিজাইনে বাংলাদেশের পতাকা, মানচিত্র এবং মহান শহীদ ও স্বাধীনতা দিবসের ছবি ও লোগো ব্যবহার করে জুতা তৈরি করেছে ই-কমার্সভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান Zazzle। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এই ডিজাইনের জুতা বিক্রির জন্য বিজ্ঞাপনও দিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এসব চিত্র ব্যবহার করে জুতার ডিজাইন করায় ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এরই মধ্যে অনেকেই পোস্ট ও নোট লিখে ফেসবুকে তাদের প্রতিবাদ জানাচ্ছেন।
বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ফেসবুকে লিখেছেন, ‘e commerce সাইট zazzle web সাইটে বিক্রির জন্যে শো করছে বাংলাদেশের জাতীয় পতাকা, মানচিত্র, ভাষা দিবসের ছবি সহ হরেক রকমের জুতা। বাংলাদেশের আইন অনুযায়ী পোষাকে জাতীয় পতাকার ব্যবহার নিষিদ্ধ। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ই কমার্স zazzle থেকে বাংলাদেশের জন্যে অবমাননাকর সকল পণ্য প্রত্যাহার করে নেওয়ার দাবী জানাচ্ছি। সরকার যেন এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করেন।’
বিশিষ্ট আবৃত্তিকার শিমুল মোস্তফা লিখেছেন, ‘মার্কিন প্রতিষ্ঠান Zazzle বিশ্বের সব দেশের পতাকা মানচিত্র নিয়ে নানা ধরণের বানিজ্য করে আসছে। এবার নজর দিয়েছে আমাদের দেশের দিকে। বাংলাদেশের পতাকা, মানচিত্রের ছবি এবং স্বাধীনতা দিবসকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। অনেক দেশই এটাকে সহজভাবে নিলেও আমরা সহজভাবে নিতে পারিনা। কেননা আমাদের মানচিত্র এবং পতাকার গায়ে লেগে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্ত। আমাদের চেতনাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে অনেক রমরমা ব্যবসা যদিও খোদ বাংলাদেশেই অনেক হচ্ছে। কিন্তু স্যান্ডেলে এর ব্যবহার নিঃসন্দেহে ধৃষ্টতা।এ ধরণের ধৃষ্টতার তীব্র প্রতিবাদ করছি।’
রাকিক রেজা নামে একজন লিখেছেন, ‘ইউকে, ইউএস এ তাদের ফ্ল্যাগ ইউজ করে তো জুতা আন্ডারওয়ার এর বিজনেস করে, ক্যাপাটালিস্ট রা সবই পারে… কিন্তু আমাদের বাঙালী জাতীর উপর এত আঘাত, এই প্রতিষ্ঠান কে ক্ষমা চেতে হবে…. তাদের আবার আমাদের স্বাধীনতা দিবস এর উপর স্পেশাল আইটিম আছে, আমার মনে হয় আমাদের প্রটেস্ট করা উচিৎ।’
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট আমাজন ভারতের জাতীয় পতাকা দিয়ে পণ্যের বিজ্ঞাপণ করেছিল। পরে তুমুল সমালোচনার মুখে তারা তা সরিয়ে নিতে বাধ্য হয়।
বাংলাদেশ সময়: ০:৩১:৪৬ ৩৬৪ বার পঠিত