শনিবার, ১৮ মার্চ ২০১৭
বাংলাদেশে বৈশ্বিক জঙ্গিবাদের ছায়া পড়ছে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Home Page » প্রথমপাতা » বাংলাদেশে বৈশ্বিক জঙ্গিবাদের ছায়া পড়ছে-পররাষ্ট্র প্রতিমন্ত্রীবঙ্গ-নিউজঃ উগ্রবাদীদের সন্ত্রাস চলছে সারা বিশ্বেই। সেই সন্ত্রাসের কালো ছায়া এসে পড়েছে বাংলাদেশেও। যা থেকে পরিত্রাণ পেতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শনিবার দুপুরে রাজশাহীর মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের রজতজয়ন্ত্রী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, ‘আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। বাংলাদেশে জঙ্গিবাদের এ সমস্যাটি ছিল না। গোটা বিশ্বে জঙ্গিবাদের যে কালো ছায়া, তা এখন বাংলাদেশেও কিছুটা পড়তে শুরু করেছে।’
এক দিনের ব্যবধানে রাজধানীর পৃথক দুটি জায়গায় র্যাবকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার চেষ্টাকালে দুজনের নিহত হওয়ার পর এমন কথা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর মধ্যে আশকোনায় যে ঘটনাটি ঘটেছে, তা বাংলাদেশে নজিরবিহীন। সেখানে র্যাবের একটি অস্থায়ী ব্যারাকে আত্মঘাতী হামলার উদ্দেশ্যে গিয়েছিলো এক যুবক। এ ধরনের সন্ত্রাস বাংলাদেশে আর কখনো হয়নি।
শাহরিয়ার আলম আরও বলেছেন, ‘অনেকে রাজনীতির জন্য অতীতে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ভেবেছিলেন, এটা হয়তো তাদের রাজনীতিতে এগিয়ে নিবে। কিন্তু তারা তখন বুঝতে পারেনি এটা কতটা ভয়াবহ হয়ে উঠবে।’
অনুষ্ঠানে নিজের বক্তব্যে জঙ্গিবাদ প্রতিহতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রতিমন্ত্রী, ‘সরকার জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু সমূলে উৎপাটন করতে পারেনি। শুধু পুলিশ বা র্যাব বাহিনী দিয়েও সফলতা অর্জন করা যাবে না। এ জন্য সমাজের শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ সবার অংশগ্রহণ প্রয়োজন। সবার সহযোগিতা ছাড়া জঙ্গি নির্মূল সম্ভব নয়।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী সিটি করপোরশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীমসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২৩:১২:২৭ ৩৯১ বার পঠিত