শনিবার, ১৮ মার্চ ২০১৭

বিমান হামলার পর ইসরাইলি রাষ্ট্রদূত তলব করল রাশিয়া

Home Page » প্রথমপাতা » বিমান হামলার পর ইসরাইলি রাষ্ট্রদূত তলব করল রাশিয়া
শনিবার, ১৮ মার্চ ২০১৭



 

ভ্লাদিমির পুতিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন ইসরাইলি রাষ্ট

বঙ্গ-নিউজঃ সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের কাছে দেশটির সরকারি সেনা ও মিত্র যোদ্ধাদের অবস্থানে বর্বর বিমান হামলা চালানোর পর ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। মস্কোয় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গ্রে কোরেনকে গতকাল (শুক্রবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এবং সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ে ব্যাখ্যা দাবি করেছে।

ইহুদিবাদী ইসরাইলের নতুন রাষ্ট্রদূত কোরেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পরিচয়পত্র পেশ করার একদিন পর তাকে তলব করল মস্কো।

গতকালই সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে লেবাননের ভেতরে দিয়ে ইসরাইলের কয়েকটি যুদ্ধবিমান সিরিয়ার আকাশীমায় ঢোকে এবং পালমিরা যাওয়ার পথে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালায়।

ওই বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলের একটি বিমান ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী এবং আরেকটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে; বাকিগুলো পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০:৩০:১৯   ৪২৪ বার পঠিত