শনিবার, ১৮ মার্চ ২০১৭

খনি খুঁড়তে যেয়ে বের হলো মস্ত বড় হিরা!

Home Page » এক্সক্লুসিভ » খনি খুঁড়তে যেয়ে বের হলো মস্ত বড় হিরা!
শনিবার, ১৮ মার্চ ২০১৭



মস্ত বড় একটি হিরা উদ্ধার হয়েছে খনি থেকে। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে খনি খোঁড়ার সময় পাওয়া গেছে বিশাল আকারের আস্ত হিরাটি। মাটি খুড়ে উদ্ধার করা ওই হিরার ওজন ৭০৬ ক্যারট। এখনও পর্যন্ত বিশ্বে উদ্ধার হওয়া সবচেয়ে বড় হিরেগুলোর মধ্যে আকারে এবং ওজনে এটি দশম।

diamond africa

বঙ্গ-নিউজঃ সিয়েরা লিওনের ওই খনিটি খনন করেছে একটি বেসরকারি খনি খনন সংস্থা। খনি খননে পারদর্শী ওই সংস্থাটির মালিক ইমানুয়েল মোমহ। তিনি জানিয়েছেন, উদ্ধারের পর হিরাটি সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আর্নেস্ট বেই করোমার হাতে তুলে দেয়া হয়েছে। পরে দেশের সেন্ট্রাল ব্যাংকে হিরাটি সংরক্ষিত রাখা হয়েছে।

জানা গেছে সুবিধামত সময়ে হিরাটে নিলামে উঠিয়ে বিক্রি করা হবে। দেশটির প্রেসিডেন্ট  হিরেটির কোন আনুমানিক বা নূন্যতম দাম কত হতে পারে তা জানায়নি। অন্য কোন সূত্র হতেও হিরাটির প্রকৃত মূল্য কত হতে পারে জানা যায়নি।

হিরাটি পাওয়ার পর তা অন্যত্র বিক্রি বা গোপন না করে দেশের প্রেসিডেন্টের হাতে তুলে দেয়ার জন্য খনি খোরার দায়িত্বে থাকা ইমানুয়েল মোমহকে ধন্যবাদ জানিয়েছেন সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আর্নেস্ট। তিনি বলেন, ‘হিরাটি আবিষ্কার করে তা পাঁচার না করে সিয়েরা লিওনকে দেওয়ার জন্য হিরাটির আবিষ্কার কর্তাসহ যারা হিরাটি উদ্ধার করেছে তাদেরকে ধন্যবাদ।’

উল্লেখ্য, এখন পর্যন্ত পাওয়া হিরাগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় হিরার ওজন ৩ হাজার ১০৬ ক্যারট। সবচেয়ে বড় হিরাটির নাম কিউলিনান ডায়মন্ড। দক্ষিণ আফ্রিকার কিউলিনানের এক খনি থেকে ওই হিরাটি উদ্ধার করা হয়েছিল। কিউলিনান ডায়মন্ড থেকে কেটে বের করা দু’টো বড় টুকরো ব্রিটেনের রাজ মুকুটে শোভা পায়। আর ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বটসওয়ানার খনি থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরাটি উদ্ধার করা হয়। যেটির ওজন ছিল ১ হাজার ১১১ ক্যারট।

বাংলাদেশ সময়: ১৯:২২:১৮   ৪৩৩ বার পঠিত