শনিবার, ১৮ মার্চ ২০১৭

আড়িপাতার অভিযোগ: ব্রিটেনের কাছে ক্ষমা চইল যুক্তরাষ্ট্র

Home Page » প্রথমপাতা » আড়িপাতার অভিযোগ: ব্রিটেনের কাছে ক্ষমা চইল যুক্তরাষ্ট্র
শনিবার, ১৮ মার্চ ২০১৭



গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়িপাতার অভিযোগ ইস্যুতে এবার ব্রিটেনের কাছে ক্ষমাই চইল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ম্যাকমাস্টার নিজে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রধান মার্ক লিয়াল গ্রান্টক টেলিফোন করে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন।

hr mcMaster

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবারের। মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিব শোন স্পাইসার অভিযোগ করেছিল, গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় তৎকালিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে আড়ি পেতেছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো।

অভিযোগ পুরো অস্বীকার করে ব্রিটেন এর তিব্র নিন্দা জানায়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র এই অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন। পাশাপাশি যেন এর পূনরাবৃত্তি না হয় তার হুশিয়ারি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের বিরুদ্ধে কথা বলেছেন ব্রিটিশ রাজনীতির অনেকেই। ফলে এবার অনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩৩   ৪০৪ বার পঠিত