শনিবার, ১৮ মার্চ ২০১৭
‘হামলাকারীর পেটের ভেতর ইলেক্ট্রিক তার-স্কচটেপ ছিলো’
Home Page » এক্সক্লুসিভ » ‘হামলাকারীর পেটের ভেতর ইলেক্ট্রিক তার-স্কচটেপ ছিলো’শুক্রবার রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে অবস্থিত র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলাকারীর পেটের ভেতর ইলেক্ট্রিক তার, বেল্ট ও স্কচটেপ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজে ওই হামলাকারীর মরদেহের ময়না তদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান।
ডা. সোহেল মাহমুদ বলেন, হামলাকারীর পেটের ভেতর থেকে বেল্ট ও ইলেকট্রিক তার পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, পেটের ওপর বেল্ট দিয়ে বোমা বেঁধে ওই যুবক হামলা চালিয়েছিল।
বোমার বিস্ফোরণে হামলাকারীর বুক ও পেটের সম্পূর্ণ অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। এছাড়া দুহাত কান পর্যন্ত উড়ে যায় বলে ময়না তদন্তে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে অবস্থিত র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলা আনুমানিক বেলা ১টা ১০ মিনিটে আশকোনা হাজি ক্যাম্পের পাশে র্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর পার হয়ে আনুমানিক ২৫ বছরের এক যুবক ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাকে বাঁধা দিলে সে তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে এমন দিনে এই আত্মঘাতী হামলাটি হলো যার আগের দিনই চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় পুলিশ ও সোয়াতের অভিযানে পাঁচজন ‘জঙ্গী’ নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা এবারই প্রথম ঘটলো।
বাংলাদেশ সময়: ১৬:১৯:০৭ ৪০৩ বার পঠিত