শনিবার, ১৮ মার্চ ২০১৭
যুদ্ধজাহাজ পাঠালে পালটা ব্যবস্থা নেবে চীন!
Home Page » জাতীয় » যুদ্ধজাহাজ পাঠালে পালটা ব্যবস্থা নেবে চীন!
বঙ্গ-নিউজ: দক্ষিণ চীন সাগরে জাপানের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠালে পাল্টা ব্যবস্থা নেবে চীন। জাপানের হেলিকপ্টারবাহী জাহাজ ইজুমো দক্ষিণ চীন সাগর অভিযানে যাবে, এমন খবরের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন।
খবরে প্রকাশিত হয়েছে, আগামী মে মাসে ইজুমো তিন মাসের জন্য দক্ষিণ চীন সাগর অভিযানে যাবে। মূলত ইজুমোর সামরিক ক্ষমতা যাচাই করার জন্য এই অভিযানে পাঠানো হচ্ছে।
খবরে আরো বলা হয়, দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে জাহাজটি প্রশিক্ষণে অংশ নেবে। তবে দক্ষিণ চীন সাগরের যে অংশকে বেইজিং তাদের নিজস্ব এলাকা বলে দাবি করে, সেখানে এটি যাবে কিনা তা পরিষ্কার ভাবে জানা যায় নি।
তবে এর আগেই জাপানের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে রাখলো চীন। দেশটি জানিয়েছে, জাপান তাদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজটি পাঠালে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এই খবরের পরিপ্রেক্ষিতে বলেন, গত বছরের তুলনায় দক্ষিণ চীন সাগরের পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। এই উন্নয়নে আঞ্চলিক দেশগুলোর যথেষ্ট সহযোগিতা রয়েছে। দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার তৎপরতার প্রতি সম্মান জানানোর জন্য এ অঞ্চলের বাইরের দেশগুলোকে আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ৯:৪৯:২০ ৩৪৫ বার পঠিত