শুক্রবার, ১৭ মার্চ ২০১৭

র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে বোমা হামলায় এক আত্মঘাতী নিহত (ভিডিও সহ)

Home Page » প্রথমপাতা » র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে বোমা হামলায় এক আত্মঘাতী নিহত (ভিডিও সহ)
শুক্রবার, ১৭ মার্চ ২০১৭



র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা, নিহত এক এর চিত্র ফলাফল

বঙ্গ-নিউজঃ আজ শুক্রবার রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পে অবস্থিত র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।

র‍্যাবের ক্যাম্পটি হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত বলে জানা গেছে। বেলা আনুমানিক বেলা ১টা ১০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া আশকোনার হজ ক্যাম্পের ভেতরে স্থাপিত অস্থায়ী র‍্যাব ক্যাম্পে বিস্ফোরণ ঘটার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্থায়ী ওই র‍্যাব ক্যাম্পের ভেতরে পুলিশকে যেতে দেয়া হচ্ছে না।

র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, আশকোনা হাজি ক্যাম্পের পাশে র‍্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর পার হয়ে আনুমানিক ২৫ বছরের এক যুবক ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা তাকে বাঁধা দিলে সে তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে এমন দিনে এই আত্মঘাতী হামলাটি হলো যার আগের দিনই চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় পুলিশ ও সোয়াতের অভিযানে পাঁচজন ‘জঙ্গী’ নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা এবারই প্রথম ঘটলো।

বাংলাদেশ সময়: ১৭:১০:১৫   ৩৮৫ বার পঠিত