শুক্রবার, ১৭ মার্চ ২০১৭

এবার ঢাবি থেকে গার্হস্থ অর্থনীতি কলেজকে বাদ দেয়ার দাবি

Home Page » প্রথমপাতা » এবার ঢাবি থেকে গার্হস্থ অর্থনীতি কলেজকে বাদ দেয়ার দাবি
শুক্রবার, ১৭ মার্চ ২০১৭



du student against home economicsবঙ্গ-নিউজঃ গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য অবরোধে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে এক মানববন্ধনে তারা এই দাবি জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের পাদদেশে আজ বৃহস্পতিবার এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

ঢাবির শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। আর তারা এখানে পরীক্ষায় অকৃতকার্য হয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এখন তারা সেই প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে চাইছে, এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তারা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে।’

ঢাবির মানববন্ধনে শিক্ষার্থীরা তিনটি দাবি উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে, গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করা, সাতটি নতুন কলেজকে নতুনভাবে অধিভুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসা এবং অধিভুক্ত কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় সমাবর্তন না দেয়া।

এই দাবি দাওয়া নিয়ে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন ঢাবির শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১০:৪৭:০৯   ৪২৪ বার পঠিত