বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭

হঠাৎ হেডফোন বিস্ফোরণ, নারী আহত

Home Page » জাতীয় » হঠাৎ হেডফোন বিস্ফোরণ, নারী আহত
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ:যাত্রাপথে, অবসরে এমনকি কাজের সময়েও কানে হেডফোন লাগিয়ে গান শোনার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। এই প্রবণতাই বিপদের কারণ হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্রের এক নারীর। হেডফোন বিস্ফোরণ হয়ে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী।

earphones explosion

উড়োজাহাজে ভ্রমণ করছিলেন। কানে হেডফোন ছিল। গান শুনতে শুনতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে হেডফোনের। এতে গুরুতর আহত না হলেও গাল, ঘাড় ও হাতের কিছু অংশ পুড়ে গেছে ওই নারীর। ওই নারীর নাম, পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি।

তবে ঘটনাটা ঘটেছে চীনের বেইজিং থেকে অষ্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে যাওয়া এক ফ্লাইটে, উল্লেখ করা হয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি) এক প্রতিবেদনে।

ওই নারী বলেছেন, গান শোনার সময় হেডফোন তার ঘাড় বেয়ে মুখের সঙ্গে প্যাঁচানো ছিল। একটা সময় হঠাৎ বিস্ফোরিত হয় হেডফোনটি। আগুনও ধরে যায় তাতে।

সাথে সাথে হেডফোন তিনি মেঝেতে আছড়ে ফেলেন। ফ্লাইট ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন এরপর। বিস্ফোরণের ফলে ফোনের ব্যাটারি ও প্লাস্টিক কাভার গলে গেছে ।

বিস্ফোরিত হওয়া হেডফোনের ব্র্যান্ডের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারিতে আগুন ধরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১০:১৪:১৭   ৪২৭ বার পঠিত