বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
ভারতীয় তরুণী শিল্পীর বিরুদ্ধে ৪৬ আলেমের ফতোয়া
Home Page » বিনোদন » ভারতীয় তরুণী শিল্পীর বিরুদ্ধে ৪৬ আলেমের ফতোয়া
বঙ্গ-নিউজ: ভারতের ১৬ বছরের তরুণী সংগীতশিল্পী নাহিদ আফরিনকে কনসার্টে গান পরিবেশন থেকে বিরত রাখতে ৪৬ জন আলেম ফতোয়া জারি করেছেন। দেশটির আসাম প্রদেশের হোজাই জেলায় অনুষ্ঠিতব্য এক কনসার্টে নাহিদের গান পরিবেশনের কথা রয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোতে জানানো,অাগামী ২৫ মার্চ আসাম প্রদেশের হোজাই জেলায় উদালি সোনাই বিবি কলেজে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে নাহিদ আফরিনের। কনসার্টটির স্থান নির্ধারণ হওয়ার পরই আলেমরা ফতোয়া জারি করেছেন।
জানা যায়, ওই কনসার্টস্থলের কাছেই একটি মসজিদ ও কবরস্থান রয়েছে। তাই স্থানীয় আলেমরা নাহিদ আফরিনকে কনসার্টে অংশ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার জনগণকে সচেতন করতে আলেমরা অসমিয়া ভাষায় লেখা লিফলেট বিতরণ করেন। এতে কনসার্টটি নিষিদ্ধ করতে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে বলেন তারা।
লিফলেটে বলা হয়, ‘২৫ মার্চ সেন্ট্রাল আসামের হোজাই জেলার লঙ্কা টাউনের খেলার মাঠে অনুষ্ঠেয় কনসার্টটি ‘শরিয়া বিরোধী’। মিউজিক্যাল নাইটের মতো শরিয়াবিরোধী কাজ মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা ও কবরস্থান দ্বারা বেষ্টিত স্থানে অনুষ্ঠিত হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আল্লাহর ক্রোধ বর্ষিত হবে।’
সংগীত শিল্পী নাহিদ আফরিন বলেন, ‘আমি খুবই বিস্মিত হয়েছি। ফতোয়ার কথা শুনে আমার বাকরুদ্ধ হয়ে গেছে। আমি মনে করি, গান গাওয়ার ক্ষমতা আমাকে স্বয়ং উপরওয়ালাই দিয়েছেন। সেটা কাউকে কেড়ে নিতে দেবো না। আমি গান গাইবো।’
এদিকে, অাসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল নাহিদ আফরিনের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘একজন শিল্পীর ওপর কোন গোষ্ঠী বা ব্যক্তির ফতোয়া জারি মেনে নেওয়া যায় না। আমি নাহিদের সঙ্গে কথা বলেছি। তাকে সরকার সবরকম সুরক্ষা দেবে।’
দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদ আফরিন ২০১৫ সালে রিয়্যালিটি শো ‘ইনডিয়ান আইডল জুনিয়র’ এ রানার আপ হয়েছিলেন। এরপর ২০১৬ সালে বলিউডের ‘আকিরা’ সিনেমার গানে নাহিদের অভিষেক হয়।
বাংলাদেশ সময়: ১০:০৭:২৮ ৫০৪ বার পঠিত