বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭

৩০ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে সরকার

Home Page » প্রথমপাতা » ৩০ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে সরকার
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭



 

 বঙ্গ-নিউজঃ বাংলাদেশ সরকার উইমেন অ্যান্ড আইসিটি ফ্রন্টিয়ার ইনিসিয়েটিভ (ওয়াইফাই) উদ্যোগের আওতায় ৩০ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

zunaid ahomed palak

বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ কথা জানান। ওই অনুষ্ঠানে ওয়াইফাই-এর প্রি লঞ্চিং করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, আমি আশা করছি যে, ওয়াইফাই উদ্যোগের মাধ্যমে আগামী ২০১৮ সালের মধ্যে আমরা ৩০ হাজারেরও বেশি নারী উদ্যোক্তা গড়ে তুলতে পারব।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই উদ্যোগ নারী উদ্যোক্তাদের জীবন, পরিবার এবং সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও জীবনের সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে কাজ করে চলেছেন। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা আমাদের অঙ্গীকার পুর্নব্যক্ত করছি।

উক্ত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকারা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী, এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর ও ইউএনডিপি-এর জেন্ডার অ্যান্ড পার্টনারশিপ স্পেশালিস্ট মেলিসা বালজান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:১৫:২৬   ৪৪৮ বার পঠিত