বুধবার, ১৫ মার্চ ২০১৭

সিরিয়ার আদালত ভবনে আত্মঘাতী হামলায় ৩০ জন নিহত

Home Page » প্রথমপাতা » সিরিয়ার আদালত ভবনে আত্মঘাতী হামলায় ৩০ জন নিহত
বুধবার, ১৫ মার্চ ২০১৭



syria blastবঙ্গ-নিউজঃ সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আদালত ভবনে দুর্বৃত্তরা আত্মঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাত দিয়ে আল জাজিরা তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে দামেস্কের আল-হামিদিয়া এলাকার আদালত ভবনে দুর্বৃত্তরা আত্মঘাতী হামলা চালায়।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, আদালত ভবনের সামনে এক ব্যক্তি প্রথমে এলোপাতাড়ি গুলি নিক্ষেপ করে। তারপর তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।

আদালতের নিরাপত্তারক্ষীরা জানান, এলোপাতাড়ি গুলি নিক্ষেপের পর হামলাকারী আদালত ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রহরীরা তাঁকে বাধা দেয়। ওই সময় হামলাকারী তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

হামলাকারীর পরনে সামরিক পোশাক ছিলো বলে জানিয়েছেন দামেস্কের পুলিশ প্রধান মোহাম্মদ খায়ের ইসমাঈল। তিনি জানান, হামলাকারী শটগান ও গ্রেনেড দিয়ে হামলা চালায়।

দেশটিতে প্রায় সময়ই জঙ্গিগোষ্ঠী আইএস আত্মঘাতী হামলা চালিয়ে থাকে। তবে বুধবারের এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৪২   ৪৪৯ বার পঠিত