বুধবার, ১৫ মার্চ ২০১৭
বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ২১৪ নম্বর!
Home Page » প্রথমপাতা » বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ২১৪ নম্বর!
বঙ্গ-নিউজ: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে সুন্দর শহর হিসেবে নির্বাচিত হয়েছে। এই নিয়ে টানা অষ্টমবারের মতো প্রথমস্থান দখল করলো ভিয়েনা।
বিশ্বের ২৩১ শহরের মধ্যে পরিচালিত এই জরিপে বাসযোগ্য শহর হিসেবে ঢাকার অবস্থান ২১৪ তে। গত বছর ঢাকার অবস্থান ছিল ২০৪ নম্বরে। আর বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে অযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।
নিউ ইয়র্কভিত্তিক পরামর্শ সেবাদানকারী সংস্থা মার্সার তৈরি ‘এইটিনথ কোয়ালিটি অব লাইফ র্যাঙ্কিং’ নামে একটি তালিকা তৈরি করেছে। যে তালিকায় বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে সুন্দর শহরগুলোকে নির্বাচিত করা হয়েছে।
প্রথম হিসেবে ভিয়েনার পরপরই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। এরপর ধারাবাহিকভাবে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, জার্মানির মিউনিখ ও কানাডার ভ্যানকুভার।
এই তালিকা প্রস্তুত করতে বেশ কয়েকটি দিক বিবেচনায় আনে মার্সার। এর মধ্যে রয়েছে জীবন-যাপনের মানের বিভিন্ন দিক এবং অধিবাসীদের মতামত। ২৩১টি শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তারপর এই তালিকাটি তৈরি করে মার্সার
বাংলাদেশ সময়: ১৩:৩৯:০২ ৪০৮ বার পঠিত