বুধবার, ১৫ মার্চ ২০১৭
তারা সাঁতরে সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন!
Home Page » জাতীয় » তারা সাঁতরে সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন!
বঙ্গ-নিউজ: মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর তেমন দূরে নয়। মাঝখানে ছোট্ট এক নদীয় বয়ে ভাগ করেছে দুই দেশকে। এই ভাগ, মানে নদীটা সাঁতরে পার হয়ে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন চার বাংলাদেশি। কিন্তু আটক হয়েছেন তারা।
জানা গেছে, সিঙ্গাপুরের কোস্টগার্ড সদস্যরা সাঁতরে সিঙ্গাপুরের দিকে আসা চার বাংলাদেশিকে আটক করেছে। এ ঘটনায় তদন্তও শুরু হয়ে গেছে।
সাধারণত কোনো দেশের জলসীমায় কোস্টগার্ড নিযুক্ত থাকে। এ ছাড়া ঠিক পড়েই স্থলসীমায়ও থাকে নিরাপত্তার কড়া ব্যবস্থা। এরপরও কিভাবে তারা সাঁতরে আরেক দেশে ঢুকে পড়ার চিন্তা করেছিলেন, তা বিস্ময়কর এক খবর হয়েই এসেছে।
সিঙ্গাপুরের পুলিশ ফোর্স (এসপিএফ) ও ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথোরিটি এক বিবৃতিতে জানিয়েছে, আটককৃতদের বয়স ২৫ থেকে ৪২ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।
বাংলাদেশ সময়: ১৩:৩৪:৪৩ ৪০১ বার পঠিত