বুধবার, ১৫ মার্চ ২০১৭
বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান করলো ফেসবুক
Home Page » এক্সক্লুসিভ » বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান করলো ফেসবুক
বঙ্গ-নিউজঃ সাইবার অপরাধ দমনে প্রায়ই হিমশিম খেতে হয় বাংলাদেশ পুলিশকে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপরাধ ঘটলে সে বিষয়ে পুলিশ থাকে প্রায় অন্ধকারে। এই পরিস্থিতি নিরসনে ফেসবুকের সঙ্গে চুক্তি করার প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ পুলিশ। কিন্তু ফেসবুক বাংলাদেশ পুলিশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
পুলিশ থেকে বলা হয়েছিলো, কোনো বাংলাদেশি ফেসবুকে অ্যাকাউন্ট করতে চাইলে যাতে তার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট অথবা শনাক্ত করা যায়, এমন কোনো পরিচয়পত্র গ্রহণ করা হয়। এতে অপরাধী সহজে শনাক্ত করা যাবে।
ফেসবুকের নিরাপত্তা বিষয়ক একজন ব্যবস্থাপকের কাছে এই প্রস্তাব দেয় বাংলাদেশ। তিনি তখন বলেন যে, ফেসবুকের নিরাপত্তা বিষয়ক নীতিমালা প্রণয়নকারী কমিটির সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে বাংলাদেশকে পুলিশকে অবহিত করবেন।
প্রস্তাবের একদিন পর ফেসবুক জানিয়েছে, বাংলাদেশ পুলিশের প্রস্তাব তাদের নীতিমালার পরিপন্থী। ফলে ফেসবুক এ ধরনের কোনো চুক্তি করতে অপারগতা প্রকাশ করে।
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানিয়েছেন, নীতিমালা সংক্রান্ত জটিলতার কারণে পুলিশের প্রস্তাব গ্রহণ করেনি ফেসবুক। তবে তারা বলেছে, পুলিশের যে কোনো প্রয়োজনে সহায়তা করা হবে
বাংলাদেশ সময়: ৯:৩৯:৩৫ ৪০৫ বার পঠিত