মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
তারেক রহমানকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চায় সরকা্রঃএকেএম শহীদুল হক, মহাপরিদর্শক পুলিশ
Home Page » আজকের সকল পত্রিকা » তারেক রহমানকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চায় সরকা্রঃএকেএম শহীদুল হক, মহাপরিদর্শক পুলিশবঙ্গ-নিউজঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র ও বিএনপির সিনিয়র চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তারে ইন্টারপোলের সঙ্গে কথা বলেছে সরকার। এমন তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
ঢাকায় চলছে পুলিশ প্রধানদের একটি আন্তর্জাতিক সম্মেলন। এরই ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন শহীদুল হক।
এ সময় তিনি আরো জানান, বিদেশে পালিয়ে থাকা শেখ মুজিবুর রহমানের খুনীদের ধরতে রেড এলার্ট জারির বিষয়েও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সঙ্গে কথা হয়েছে।
শহীদুল হক বলেন, ‘ইন্টারপোলের প্রধান জানিয়েছেন, বঙ্গবন্ধুর খুনীদের ধরতে রেড এলার্ট জারির বিষয়ে তিনি এ সংক্রান্ত কমিটির সঙ্গে আলাপ করবেন।’
জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে রেড এলার্ট জারি করা নিয়েও ইন্টারপোলের সঙ্গে পুলিশের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামী তারেক রহমানের বিরুদ্ধে রেড এলার্ট জারির জন্য একটি নোটিশ ইন্টারপোলে পাঠানো হয়।
কিন্তু ২০১৬ সালের জানুয়ারিতে হঠাৎ করেই তারেক রহমানের বিরুদ্ধে জারি করা নোটিশটি মুছে ফেলে ইন্টারপোল। এরপর আবার আরেকটি আদালত তারেককে সাত বছরের জেল ও ২০ কোটি টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১২:১৭:২০ ৩৬৭ বার পঠিত