সোমবার, ১৩ মার্চ ২০১৭
ঝিনাইদহে শিশু হাসপাতাল পুর্ণাঙ্গরুপে চালুর দাবীতে মানববন্ধন
Home Page » জাতীয় » ঝিনাইদহে শিশু হাসপাতাল পুর্ণাঙ্গরুপে চালুর দাবীতে মানববন্ধনবঙ্গ নিউজঃ ঝিনাইদহে ৫০ শয্যা শিশু হাসপাতাল পুর্ণাঙ্গরুপে চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সোমবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড়ে এই কর্মসুচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, নারিকেল বাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও বাংলাদেশ গণশিল্পী সংস্থা ঝিনাইদহের সভাপতি আব্দুস সালাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু, সাধারন সম্পাদক রাজু আহমেদ মিজান, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দীন আজাদ, সাধারন সম্পাদক এ্যাড শেখ সেলিম, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম,সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও শিশু হাসপাতালটি সম্পুর্ন রুপে কার্যক্রম চালু না হওয়ায় শিশুরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ›মদিন ও জাতীয় শিশু দিবস এর আগেই শিশু হাসপাতাল টি পুর্ণাঙ্গরুপে চালুর দাবী জানান।
বাংলাদেশ সময়: ২৩:৫০:১৫ ৩৬৮ বার পঠিত