সোমবার, ১৩ মার্চ ২০১৭

বিদেশী নারী সাংবাদিককে উত্ত্যক্ত, হোটেল মালিক আটক

Home Page » আজকের সকল পত্রিকা » বিদেশী নারী সাংবাদিককে উত্ত্যক্ত, হোটেল মালিক আটক
সোমবার, ১৩ মার্চ ২০১৭



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাংবাদিক এ্যালিসন জয়েস ও বিশ্বনাথ সাহা বিশু

বঙ্গ-নিউজঃ বিদেশী সাংবাদিক এ্যালিসন জয়েসকে উত্ত্যক্তকারী কুষ্টিয়া শহরের খেয়া হোটেলের মালিক বিশ্বনাথ সাহা বিশুকে আটক করেছে পুলিশ।

 

সোমবার দুপুরে শহরের অর্জুনদাশ আগারওয়ালা রোডের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, জয়েসকে উত্ত্যক্তকারী খেয়া হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকে আটক করেছে পুলিশ। তাকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।

ওসি জানান, গত ১২ মার্চ কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন এ্যালিসন জয়েস। একই দিন তিনি সাধারণ ডায়েরি করেন কুষ্টিয়া সদর মডেল থানায়। অভিযোগ ও সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়ার জজ কোর্টের সদর আদালতে আবেদন করা হয়। আদালতে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ তদন্ত করার অনুমতি প্রদান করেন।

পরে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রাতে কুষ্টিয়ার খেয়া আবাসিক হোটেলে অবস্থান করছিলেন মার্কিন ফটো সাংবাদিক এ্যালিসন জয়েস। রাত একটার দিকে হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় তার কক্ষে প্রবেশ করতে মোবাইলে কল করেন। কল রিসিভ না করায় প্রায় ৩০ মিনিট ধরে তিনি দরজা ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে হোটেলে থাকা অরেকটি চাবি দিয়ে গেট খোলার চেষ্টা করেন তিনি। ঘটনার সময় কক্ষে একা অবস্থান করছিলেন ওই নারী সাংবাদিক। ওই সময় চরম আতংকিত হয়ে পড়েছিলেন তিনি। আতংকিত অবস্থায় বাংলাদেশী সহকর্মী সাংবাদিক আলী এহসানকে মোবাইলে ঘটনাটি জানালে তিনি কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।

বিশু সাহা আটকের সংবাদ শুনে এ্যালিসন জয়েস মোবাইল ফোনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২৫   ৪০১ বার পঠিত