সোমবার, ১৩ মার্চ ২০১৭

মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে একজনের মৃত্যু

Home Page » প্রথমপাতা » মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে একজনের মৃত্যু
সোমবার, ১৩ মার্চ ২০১৭



flyover crushed at malibag one diesবঙ্গ-নিউজঃ মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন দুজন। আহতদের মধ্যে একজন প্রকৌশলী বলে জানা গেছে।

জানা গেছে, রোববার রাতে ক্রেন দিয়ে ফ্লাইওভারের গার্ডার তোলার সময় এই দুর্ঘটনা ঘটে। ক্রেনের তার ছিঁড়ে গার্ডারটি ছিটকে মাটিতে পড়ে যায়। এ সময় আনুমানিক ৪২ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস এসে তিনজকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখান থেকেই একজনকে মৃত ঘোষণা করা হয়।

আহতদের একজন তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী। তার নাম পলাশ। অন্য আহত ব্যক্তির নাম নুরুন্নবী। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ দিকে গার্ডারটি পড়ে রেললাইনের উপর। ফলে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় অন্যান্য জেলার। তিন ঘণ্টার চেষ্টায় গার্ডারটি রেল লাইন থেকে সরানোর পর আবার রেল যোগাযোগ শুরু হয়। এরপরও বেশ কিছু জেলা থেকে রেল ছেড়ে আসতে বিলম্ব হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৪৪   ৩৩৭ বার পঠিত