সোমবার, ১৩ মার্চ ২০১৭
সরকারী বাসভবন ছাড়লেন পার্ক গিউন হে
Home Page » বিশ্ব » সরকারী বাসভবন ছাড়লেন পার্ক গিউন হেkarobi ghosh;bongo-news; অভিশংসিত দক্ষিণ কোরিয়ার নেতা পার্ক গিউন হে’ সরকারি বাসভবন ‘ব্লু-হাউস’ ছেড়েছেন। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত তাদের প্রেসিডেন্ট পার্ক গিউন হে কে বরখাস্ত করেছেন। দূর্নীতির কেলেংকারীর কারণে দেশটির পার্লামেন্ট তার বিরুদ্ধে একটি অভিশংসন করে এবং গত শুক্রবার এটি পক্ষে রায় দেয় দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত।সাংবিধানিক আদালত তার রায়ে বলেছেন, গিউন হে এর কর্মকান্ড গণতন্ত্রের চেতনা ও আইনের শাসনের গুরুতর ক্ষতি করেছে। প্রেসিডেন্ট গিউন হে কে বরখাস্ত করা হল।তাকে অভিশংসনে পার্লামেন্টের সিদ্ধান্ত আদালত বহাল রাখার দুদিন পর রবিবার সরকারি বাসভবন ছাড়লেন তিনি।শনিবার পার্কের অভিশংসনের বিরুদ্ধেবিক্ষোভ করেছেন তার সমর্থকরা। একইসঙ্গে তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন বিরোধীরা।অভিশংসনের বিরুদ্ধে সমর্থকদের তীব্র আন্দোলনের মাঝে দক্ষিণাঞ্চলের সিউলে নিজ বাসভবনে উঠেছেন তিনি।গিউন হের অভিশংসনের পক্ষে সাংবিধানিক আদালত রায় দেওয়ায় দেশটিতে আগামী দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
সূত্রঃবিবিসি
বাংলাদেশ সময়: ১২:৩৬:৫১ ৩৩৩ বার পঠিত