সোমবার, ১৩ মার্চ ২০১৭
যানযট বেড়েয় চলছে কুমিল্লা-সিলেট মহাসড়কে
Home Page » সারাদেশ » যানযট বেড়েয় চলছে কুমিল্লা-সিলেট মহাসড়কে বঙ্গ-নিউজঃ( কুমিল্লা প্রতিনিধি) রাস্তার কাজ ধীরগতিতে হওয়া, কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানযট:চলাচলে চরম দুর্ভোগ!
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার হতে সি অ্যান্ড বি বাজার পর্যন্ত প্রায় ৮কিঃমিঃ রাস্তা যানবাহন চলাচলে তীব্র যানযটের সৃষ্টি হয়ে রয়েছে। এর ফলে যাত্রী ও পথচারী রাস্তা পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারনে ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। আর এই যানজটের কবলে পড়ে দুরপাল্লার পরিবহন যাত্রী সাধারন, স্কুল-কলেজ গামী ছাত্র/ছাত্রী, অফিসিয়াল কর্মকর্তা- কর্মচারীসহ পথচারীরা সিমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে মূমূর্ষ রোগীদের হাসপাতালে নিতে ব্যাঘাত ঘটছে। দীর্ঘদিনের এসব সমস্যার সম্মুখিন হলেও এবার প্রায় ৪০০-৫০০ ফুট রাস্তার কাজ ধীরগতিতে চলায় এই সমস্যা হচ্ছে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ বাজারের কিছু সংখ্যক সচেতন মহল জানান, প্রায় ২০ দিন যাবৎ ভিংলাবাড়ী নামক স্থানে ৪০০-৫০০ ফুট রাস্তার কাজ করা হচ্ছে, কিন্তু কাজ অনেক ধিরগতিতে হওয়া দেশের বিভিন্ন স্থানের পরিবহন এখানে আটকা পরে আছে। শাক সবজি বহনকৃত পরিবহন গুলো দীর্য সময় দাড়িয়ে থাকাতে শাক সবজিতে পঁচন ধরেছে।
দুর্ভোগকৃত পথযাত্রী ও চালকদের প্রশাসনের কাছে একটাই দাবি অল্প সময়ের মধ্যে যেন এই রাস্তার কাজ সম্পাদন করা হয়।
বাংলাদেশ সময়: ৯:৩৩:২৩ ৩৯৪ বার পঠিত