রবিবার, ১২ মার্চ ২০১৭

কুমিল্লায় সীমা আর সুনামগঞ্জে ১৪ দলের প্রার্থী জয়া

Home Page » জাতীয় » কুমিল্লায় সীমা আর সুনামগঞ্জে ১৪ দলের প্রার্থী জয়া
রবিবার, ১২ মার্চ ২০১৭



বঙ্গনিউজ: চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পর আলোচনায় কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন। আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ১৪ দলীয় জোট একক প্রার্থীর হয়ে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

awami league flag

১২ মার্চ রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানান জোট মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘নির্বাচন দুটিতে একক প্রার্থীর হয়ে কাজ করবে ১৪ দল। সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে জয়া সেনগুপ্তকে বিজয়ী করতে ১৪ দল কাজ করবে।’

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা প্রচারণার কাজ করবে বলে জানান মোহাম্মদ নাসিম। এ সময় মন্ত্রী গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশ যোগ দেয়া নরসিংদীর কর্মীদের উপর হামলার ঘটনায় দু:খপ্রকাশ করেন। মন্ত্রী বলেন, ‘এসব বিচ্ছিন্ন ঘটনা। এসব বিষয় নিয়ে আমাদের ঐক্য নষ্ট করা যাবে না।’

ইতোমধ্যে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে নাসিম বলেন, ‘দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেয়া হবে। চলতি বছর দিবসটি ১৪ দলীয় জোট কেন্দ্রীয়ভাবে এবং জেলা-উপজেলা পর্যায়ে পালন করবে।

বাংলাদেশ সময়: ২১:১৫:১৪   ৪৪৮ বার পঠিত