রবিবার, ১২ মার্চ ২০১৭

নৌবহরে সাবমেরিন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Home Page » প্রথমপাতা » নৌবহরে সাবমেরিন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রবিবার, ১২ মার্চ ২০১৭



 submarine pm

বঙ্গ-নিউজঃ চীন থেকে কেনা দুটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বানৌজা নবযাত্রা’ ও ‘বানৌজা জয়যাত্রা’ নামের দুটি সাবমেরিন আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে সাবমেরিন যুগে প্রবেশ করল বাংলাদেশ নৌবাহিনী।

আজ ‘নবযাত্রা’র অধিনায়ক কমান্ডার এক এম মামুনুর রশীদ এবং ‘জয়যাত্রা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাজাহারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সাবমেরিনের কমিশনিং ফরমান বুঝিয়ে নেন।

২০১৬ সালে চীনের একটি প্রতিষ্ঠন থেকে ০৩৫ জি টাইপ সাবমেরিন দুটি কিনেছিল বাংলাদেশ। আজ তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী। ৭৬টি মিটার দৈর্ঘ্যে ও ৭ দশমিক ৬ মিটার প্রস্তের সাবমেরিন দুটি শক্রু জাহাজ ও সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণসহ যুদ্ধকালীন দায়িত্ব পালন করত পারে বলে জানানো হয়েছে।

এদিকে, সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নৌবাহিনীতে সাবমেরিন অন্তর্ভূক্তির মাধ্যমে দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে, ‘আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এই সাবমেরিনের মধ্য দিয়ে পূরণ হয়েছে। এ জন্য অমারা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ নৌবাহিনীকে একটি কার্যকর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার ইতোমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে।’

প্রধানমন্ত্রী যোগ করেছেন, ‘একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যত রকমের যুদ্ধাস্ত্রের প্রয়োজন বাংলাদেশ তা সংগ্রহ করবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য- সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। কিন্তু কেউ যদি আক্রমণ করে তাহলে সেই আক্রমণের সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি সব সময় থাকবে।’

বাংলাদেশ সময়: ১৯:৪৯:০৭   ৫২৫ বার পঠিত