রবিবার, ১২ মার্চ ২০১৭

ছয় মাসের মধ্যে ভাঙতে হবে বিজিএমইএ ভবন

Home Page » আজকের সকল পত্রিকা » ছয় মাসের মধ্যে ভাঙতে হবে বিজিএমইএ ভবন
রবিবার, ১২ মার্চ ২০১৭



bgmea building should be demolished says court

বঙ্গ-নিউজঃ নিয়ম না মেনে বানানো ১৬ তলা বিজিএমইএ ভবন আগামী ছয় মাসের মধ্যে ভেঙে ফেলতে হবে। এমন রায় দিয়েছেন আদালত।

কদিন আগে ভবন ভেঙে অন্যত্র সরানোর জন্য তিন বছরের সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ। কিন্তু আদালত তাদের এই আবেদন খারিজ করে ছয় মাসের সময় বেধে দেন।

এর আগে ভবন ভেঙে ফেলার রায়ের বিরুদ্ধে আপিল করেছিলো বিজিএমইএ কর্তৃপক্ষ। কিন্তু আদালত সে রায় খারাজি করে ভেঙে ফেলার নির্দেশ বহাল রাখেন।

২০১০ সালে একটি ইংরেজি দৈনিক তাদের এক প্রতিবেদনে জানায় যে, হাতিরঝিলের পাশে গড়ে তোলা বিজিএমইএ ভবনটি তৈরি করার পথে রাজউকে নিয়ম মানা হয়নি। একজন আইনজীবী পরে তা আদালতের গোচরে আনেন।

২০১১ সালে আদালত ভবনটি ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন এবং ভবনটিকে হাতিরঝিলের ‘ক্যান্সার’ বলে অভিহিত করেন।

আদালতের সর্বশেষ রায়ে ভবনটি কর্তৃপক্ষকেই ভাঙতে বলা হয়েছে। যদি তারা সেটা না করে, তবে রাজউককে বলা হয়েছে এটি ভাঙতে। ভাঙার জন্য যে খরচ হবে সেটা বিজিএমইএ কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করার কথা বলেছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৬   ৪৩৩ বার পঠিত