রবিবার, ১২ মার্চ ২০১৭

সিরিয়ায় জোড়া আত্মঘাতী হামলা: ৪০ ইরাকি নিহত, আহত ১২০

Home Page » প্রথমপাতা » সিরিয়ায় জোড়া আত্মঘাতী হামলা: ৪০ ইরাকি নিহত, আহত ১২০
রবিবার, ১২ মার্চ ২০১৭



 

 বঙ্গনিউজঃ সিরিয়ার রাজধানী দামেস্কে দুটি শক্তিশালী আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে ৪০ জন ইরাকি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরাক সরকার। আহত হয়েছেন আরও ১২০ জন।

syria bombing

শনিবার এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরাকের শিয়া তীর্থযাত্রীদল বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, বাসে করে দামেস্কের ওল্ড সিটিতে অবস্থিত শিয়া মুসলমানদের তীর্থস্থান বাব আল-সগির মাজারে আসছিলেন ইরাকি শিয়া মুসলমানরা। ওল্ড সিটিতে প্রবেশের সাতটি দ্বারের মধ্যে একটির সামনে দাঁড়িয়ে ছিল ইরাকের শিয়া মুসলমানদের বহনকারী কয়েকটি বাস। সেখানেই আত্মঘাতী হামলা চালানো হয়।

দুই জন ‘সন্ত্রাসী’ এই হামলা চালিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। এদিকে, সিরিয়ার মাটিতে ইরাকিদের উপর এতো বড় হামলার দায় স্বীকার করেনি এখনো কোন গোষ্ঠী

বাংলাদেশ সময়: ১৪:০৩:২৩   ৩৮২ বার পঠিত