শনিবার, ১১ মার্চ ২০১৭
বজ্রপাতে ঝিনাইগাতীতে কৃষক নিহত
Home Page » সারাদেশ » বজ্রপাতে ঝিনাইগাতীতে কৃষক নিহতশেরপুর সংবাদ দাতাঃ শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে আব্দুর রউফ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পশ্চিম বৈলতল গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আব্দুর রউফ গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় টিপ টিপ বৃষ্টি শুরু হলে কৃষক আব্দুর রউফ নিজ বাড়িতে গরু গোয়াল ঘরে তুলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা ও ঝিনাইগাতী থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২:৪০:৪৫ ৩৮১ বার পঠিত