শনিবার, ১১ মার্চ ২০১৭

বজ্রপাতে ঝিনাইগাতীতে কৃষক নিহত

Home Page » সারাদেশ » বজ্রপাতে ঝিনাইগাতীতে কৃষক নিহত
শনিবার, ১১ মার্চ ২০১৭



বজ্রপাত এর চিত্র ফলাফলশেরপুর সংবাদ দাতাঃ   শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে আব্দুর রউফ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পশ্চিম বৈলতল গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আব্দুর রউফ গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় টিপ টিপ বৃষ্টি শুরু হলে কৃষক আব্দুর রউফ নিজ বাড়িতে গরু গোয়াল ঘরে তুলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা ও ঝিনাইগাতী থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২:৪০:৪৫   ৩৮১ বার পঠিত