শনিবার, ১১ মার্চ ২০১৭
নিখোঁজ সন্তানের তথ্য না দিলে অভিভাবক ফাঁসবেন !!
Home Page » শিক্ষাঙ্গন » নিখোঁজ সন্তানের তথ্য না দিলে অভিভাবক ফাঁসবেন !!বঙ্গ-নিউজঃ তরুণদের সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছেই। আগে সন্তান নিখোঁজ হয়ে গেলে অভিভাবকরা পুলিশি সহায়তা নেয়ার চেষ্টা করলেও বর্তমানে এই প্রবণতা কমে এসেছে। তাই এখন থেকে সন্তান নিখোঁজ হলে অভিভাবকরা যদি তথ্য না দেন তবে তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ আনা হবে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন জানান, এমন সিদ্ধান্তের কথা তিনি শুনে থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি চূড়ান্ত করবেন।
গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলাকারী পাঁচজন বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। এরপর থেকেই সারা দেশের নিখোঁজ তরুণদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়। প্রাথমিক অবস্থায় র্যাব ২৬২ জনের একটি তালিকা প্রকাশ করলেও পরবর্তীতে সংশোধন করে ৬৮ জনের তালিকা দেয়।
আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুসারে, ওই তালিকার ১৯ জন জঙ্গিবাদের সঙ্গে জড়িত এবং বর্তমানের দেশের বাইরে আছেন। এছাড়া কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হন। তালিকাভুক্তদের মধ্যে ১০ জন জীবিকার খোঁজে অবৈধভা সাগরপথে মালয়েশিয়ায় গিয়ে নিখোঁজ হন। আরো কয়েকজন মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় ধরা পড়ে দীর্ঘদিন থাইল্যান্ডের কারাগারে বন্দী থেকে দেশে ফিরেছেন।
কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা জানান, রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া তরুণদের সম্পর্কে সঠিক কোন তথ্য মিলছে না। নিখোঁজ হওয়া তরুণদের বিষয়ে অনেক অভিভাবকই চেপে যাচ্ছেন।
ধারণা করা হচ্ছে, চেপে যাওয়ার নেপথ্যে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয় এবং সামাজিক কারণ। কিন্তু এসবের কারণে কর্মকর্তাদের কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে। নিখোঁজের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। একই সঙ্গে, এসব নিখোঁজ তরুণদের খোঁজার কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।
এক কর্মকর্তা জানান, একজন নিখোঁজের সন্ধান পাওয়া গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য নানা মাধ্যম থেকে তার পরিবার, বন্ধুসহ নানা বিষয়ের তথ্য পাওয়া যায়। এসব তথ্য ওই তরুণকে আটকের বেলায় সহায়ক হয়। কিন্তু অভিভাবকেরা তথ্য না দিলে তা কঠিন হয়ে পড়ছে।
এসব কারণেই ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এবার অভিভাবকদের বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। যদি কোন তরুণ নিখোঁজ হওয়ার পর অভিভাবকরা পুলিশকে ইচ্ছাকৃতভাবে বিষয়টি সম্পর্কে না জানান এবং পরে ওই তরুণটির সঙ্গে জঙ্গিবাদ-সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় তবে অভিভাবকের বিরুদ্ধেও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ আনা হবে।
বাংলাদেশ সময়: ১২:০২:৪৩ ৪৪১ বার পঠিত