শুক্রবার, ১০ মার্চ ২০১৭

শনির ছোট্ট উপগ্রহটির অদ্ভুত ছবি

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » শনির ছোট্ট উপগ্রহটির অদ্ভুত ছবি
শুক্রবার, ১০ মার্চ ২০১৭




শনির ছোট্ট উপগ্রহটির অদ্ভুত ছবি

 

বঙ্গনিউজঃ শনি গ্রহের একটি ছোট উপগ্রহের নাম প্যান। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ক্যাসিনি থেকে প্যানের বেশ কয়েকটি দারুণ ছবি তোলা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গ্যালাক্সি মনিটর। 
এ বছরের ৭ মার্চ এ ছবিগুলো তোলা হয়েছে। আর ছবিগুলো কোনো এডিটিং ছাড়াই প্রকাশ করা হয়েছে অনলাইনে। 
অসাধারণ ছবিগুলোতে শনির উপগ্রহটির ছবি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এগুলো উগ্রহটি থেকে ২৪,৫৭২ কিলোমিটার দূর থেকে তোলা হয়। 
এর আগে এত কাছ থেকে উপগ্রহটির ছবি তোলা হয়নি। ফলে ছবিগুলো বিজ্ঞানী মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর অন্যতম কারণ হলো উপগ্রহটির অদ্ভুত আকার। এ আকারের সঙ্গে মহাকাশের অন্য কোনো কিছুর মিল পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৮   ৫৪২ বার পঠিত