শুক্রবার, ১০ মার্চ ২০১৭

ট্রাম্পের সংশোধিত আদেশের বিরুদ্ধে মামলা

Home Page » প্রথমপাতা » ট্রাম্পের সংশোধিত আদেশের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ১০ মার্চ ২০১৭



  বঙ্গনিউজঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত ছয় মুসলিম প্রধান দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার হাওয়াইতে মামলা হয়েছে।

donald trump moody

হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘নতুন এই নির্বাহী আদেশ মৌলিকভাবে প্রথম আদেশের মতোই। এটিকে মুসলিম নিষেধাজ্ঞা ২.০ ভার্সন বলা যেতে পারে।’

আগামী ১৬ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া নতুন এই আদেশে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন নাগরিকদের ৯০ দিনের জন্য এবং সব শরণার্থীদের জন্য ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবার প্রথম নিষেধাজ্ঞার তালিকায় থেকে বাদ পড়েছে ইরাক।

মার্কিন ফেডারেল আদালতের নির্দেশে প্রথম দফার নির্বাহী আদেশ স্থগিত হওয়ার পর নতুন এই নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে আদেশ জারির পরেই এবারও আইনী জটিলতার মধ্য দিতে যেতে হবে তাকে।

হাওয়াইয়ের মামলায় ট্রাম্পের এই সংশোধিত আদেশ দ্রুত বাতিলের আহ্বান জানানো হয়েছে।এ মামলা শুনানির জন্য ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ৯:২৭:৩৪   ৩৩৩ বার পঠিত