শুক্রবার, ১০ মার্চ ২০১৭

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় এয়ারলাইন্স ব্যবসায় ধস

Home Page » অর্থ ও বানিজ্য » মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় এয়ারলাইন্স ব্যবসায় ধস
শুক্রবার, ১০ মার্চ ২০১৭



emirates airlines

বঙ্গ-নিউজঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকে যুক্তরাষ্ট্রগামী আমিরাতস এয়ারলাইন্সের ব্যবসায় ধস নামতে শুরু করেছে।সংযুক্ত আরব আমিরাতের এই বিমানসংস্থার প্রেসিডেন্ট টিম ক্লার্ক আজ বৃহষ্পতিবার জানান, মার্কিন নিষেধাজ্ঞায় চরম ধকল সইতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর রাতারাতি ৩৫ শতাংশ বুকিং কমে যায় তাদের।

বার্লিনে আয়োজিত আইটিবি ভ্রমণ মেলায় অংশ নিয়ে টিম ক্লার্ক বলেন, ‘এটি তাৎক্ষণিক প্রভাব ছিল। তবে চলতি সপ্তাহে সংশোধিত নিষেধাজ্ঞা জারি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে।’

তিনি জানান, বুকিংয়ে ইতিবাচক প্রভাব লক্ষ করা গেলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। তবে আগামী রমজানে বিমানের সিট বুকিংয়ের মধ্য দিয়ে সবকিছু স্বাভাবিক হতে পারে বলে প্রত্যাশা রাখেন তিনি।

প্রসঙ্গত, ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপা করেছেন ডোনাল্ড ট্রাম্প যাতে সব দেশের শরণার্থীদের ওপর ১২০ দিনের নিষেধাজ্ঞা থাকছে। নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১৬ মার্চ থেকে। নতুন নিষেধাজ্ঞায় ইরাককে বাদ রাখা হয়েছে। নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ইরান, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, সুদান ও সোমালিয়া। প্রথম নিষেধাজ্ঞায় সিরিয়ার নাগরিকদের উপর অনির্দিষ্টকালিন নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এই নিষেধাজ্ঞায় সেটা উল্লেখ করা হয়নি

বাংলাদেশ সময়: ০:৪০:৪৭   ৩৪৩ বার পঠিত