শুক্রবার, ১০ মার্চ ২০১৭
ইরাকে বিয়েবাড়িতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬
Home Page » প্রথমপাতা » ইরাকে বিয়েবাড়িতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬বঙ্গ-নিউজঃ ইরাকের তিকরিত শহরের নিকটবর্তী একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে দুই সন্ত্রাসীর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
বৃহষ্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বুধবার রাতে তিকরিত শহরের পাশে হাজাজ গ্রামে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে অনেকেই নাচ, গান আনন্দ করছিল। তাদের সঙ্গে নৃত্যরত এক ব্যক্তি হঠাৎ পোশাকের ভেতর থেকে একটি বোমা বের করে তৎক্ষণাৎ বিস্ফোরণ ঘটায়। এরপর হতাহত ব্যক্তিদের সাহায্য করতে অন্যান্য বহু মানুষ এগিয়ে গেলে ভিড়ের মধ্য থেকে আরেক ব্যক্তি দ্বিতীয় বোমাটি বিস্ফোরণ ঘটায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, নিহতদের অধিকাংশই শিশু।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যে পরিবারের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে, তারা ইরাকের আনবার প্রদেশ থেকে বাস্তুচ্যুত হয়ে হাজাজ গ্রামে এসে বসবাস শুরু করে। পূর্বে আইএসবিরোধী একটি সংগঠনের সঙ্গে পরিবারটির সম্পর্ক ছিল বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ০:৩৪:২৭ ৩৩৮ বার পঠিত