বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

খুলনায় বজ্রাঘাতে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

Home Page » সারাদেশ » খুলনায় বজ্রাঘাতে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭






 খুলনা

 বঙ্গনিউজঃ  খুলনার কয়রা উপজেলার পাথরখালী এলাকায় বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৩টার দিকে বজ্রাঘাতে মাদ্রাসার দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। তারা বৃষ্টি ও বজ্রপাতের সময় বাড়ি ফিরছিল।

মৃত দুই ছাত্রীর হলেন, রাবেয়া (১৫), তিনি পাথরখালীর দিদারুল ইসলামের মেয়ে ও রহিমা (১৫) তিনি আতিয়ার গাজীর মেয়ে । তারা দুইজনেই উত্তর বেদকাশি জাবিবিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।

হাবিবিয়া মাদ্রাসার শিক্ষক নুর কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাদের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থল ও ছাত্রীদের বাড়িতে যান।

স্থানীয় বাসিন্দা কওসার হোসেন বলেন,  রহিমা ও রাবেয়া ১১টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এ অবস্থায় তারা স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নেয়।  তারা দুইজন ওই বাড়িতে আড়াই ঘণ্টার মত আটকে থাকে। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে প্রাইভেট পড়তে না গিয়ে একটি ছাতার নিয়ে তারা বাড়ি ফেরার চেষ্টা করে। পথে পুলিন মুণ্ডার বাড়ির সামনে পৌঁছালে বজ্রাঘাতে ২ জনই মারা যান। বজ্রাঘাতে রাবেয়ার বাম পাশ ও রহিমার ডান পাশ পুড়ে গেছে।

তিনি আরও জানান,  রাবেয়ার বাবা দিদারুল ইসলাম ক্ষুদ্র ব্যবসায়ী এবং রহিমার বাবা আতিয়ার গাজী বরিশালের একটি ইট ভাটায় কর্মরত। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি সেখান থেকে রওনা হয়েছেন। ২ জনের মৃতদেহ স্থানীয় কবরস্থানে দাফন করার হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৯:১২   ৩৭২ বার পঠিত