বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

মিরাজকে নিয়ে লড়াই করে যাচ্ছেন হাফ সেঞ্চুরি করা মুশফিক

Home Page » ক্রিকেট » মিরাজকে নিয়ে লড়াই করে যাচ্ছেন হাফ সেঞ্চুরি করা মুশফিক
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭



এই মুহূর্তে লড়াই ছাড়া কোনো বিকল্প পথ নেই বাংলাদেশের সামনে। ফলো অন এড়াতে ৩০০ রান করতে হবে। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর প্রয়োজনের সময় আবারও ব্যাট হাতে ভরসা দিয়ে যাচ্ছেন তরুণ মেহেদী হাসান মিরাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকের সঙ্গে তার জুটি ৫৯ রানের। অধিনায়কের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৫১ রান করা বাংলাদেশ এখনও ২৪৩ রানে পিছিয়ে।

Image result for mushfiqur rahim test

কিপিং গ্লাভস লিটন দাসের হাতে তুলে দেওয়া মুশফিক ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন। একপ্রান্তে দাঁড়িয়ে দেখেছেন সাকিব, রিয়াদ, লিটনদের উইকেট বিলিয়ে দেওয়ার মিছিল। অসাধারণ ধৈর্যশীল ব্যাটিং করে ১০৭ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। সঙ্গী মেহেদী হাসান মিরাজ ৪৯ বলে ৩ বাউন্ডারিতে ২৫ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে সাকিবের বিদায়ের পর দ্রুতই ফিরে যান মাহমুদ উল্লাহ রিয়াদ। তার ব্যাটে রানখরা যেন কাটছেই না। দলীয় ১৮৪ রানে লাহিরু কুমাররা দারুণ এক ইয়র্কারের সরাসরি বোল্ড হয়ে যান ২৬ বলে ৮ রান করা রিয়াদ। মাত্র ৮ রানের ব্যবধানে অধিনায়ক রঙ্গনা হেরাথের প্রথম শিকারে পরিণত হন অনেকদিন পর দলে সুযোগ পাওয়া উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। হেরাথের বলে গুনারত্নের হাতে ক্যাচ দেন ১৩ বলে ৫ রান করা লিটন।

বাংলাদেশ সময়: ১৪:১৮:০১   ৩৯৮ বার পঠিত