বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

নির্বাচনি প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ বাদ

Home Page » আজকের সকল পত্রিকা » নির্বাচনি প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ বাদ
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭



রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষণে থাকা প্রতীকের সংখ্যা দাঁড়ালো ৬৪টি।

election commission bangladesh

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সংশোধিত এক গেজেটে জানানো হয় যে, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ সংশোধন করা হয়েছে। সংশোধিত এই গেজেটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দেয়া হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লা’ যেনো কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহৃত না হয় সেজন্য ইসি বরাবর একটি চিঠি লিখেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। ওই চিঠিতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইসিকে অনুরোধ করা হয়।

রেজিস্ট্রার জেনারেলের চিঠি পাওয়ার পরই নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধনের উদ্যোগ নেয় ইসি।

ডিসেম্বরের আগেই সুপ্রিমকোর্টের ফুলকোর্ট এক সভায় কোনও রাজনৈতিক দলকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামি। এই অপরাধে ২০১৩ সালের ১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৩:৫২:০৬   ৩৬৮ বার পঠিত