বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
ট্রাম্পের সিদ্ধান্ত স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন -জাতিসংঘ
Home Page » প্রথমপাতা » ট্রাম্পের সিদ্ধান্ত স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন -জাতিসংঘঅবৈধ অভিবাসীদের বের করে দেয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের নেয়া সিদ্ধান্তকে স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ। এ ব্যাপারে নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’দ আল-হোসেইন একটি বিবৃতি দিয়েছেন।
বুধবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি ভাষণ দেন রা’দ আল-হোসেইন। ৩৭ মিনিটের ওই ভাষণে ট্রাম্পের ওই সিদ্ধান্তকে তিনি মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেন।
এছাড়া ছয় মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই ধরণের সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আরও ভালো নেতৃত্ব প্রয়োজন।
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেয়া হলে এবং ছয় মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশটিতে মুসলমান-বিরোধী বৈষম্য এবং সহিংসতা বেড়ে প্রবল সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
বক্তব্যে তিনি ট্রাম্প প্রশাসনের আরও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হতাশা ব্যক্ত করেন। একইসাথে ট্রাম্প প্রশাসন থেকে সাংবাদিক ও বিচারকদের প্রতি হুমকি দেয়ায় এর কঠোর সমালোচনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩:৪০:৫৯ ৩১৪ বার পঠিত