বুধবার, ৮ মার্চ ২০১৭

সিআইএ’র গোপন নথি ফাঁস করে দিলো উইকিলিকস

Home Page » এক্সক্লুসিভ » সিআইএ’র গোপন নথি ফাঁস করে দিলো উইকিলিকস
বুধবার, ৮ মার্চ ২০১৭



আবারও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হাজার হাজার গোপন নথি প্রকাশ করে দিয়েছে উইকিলিকস। মঙ্গলবারই এসব নথি প্রকাশ করে সাইটটি।

WikiLeaks cyber attacks

এবারের ফাঁসকৃত নথিতে সিআইএ’র সাইবার ইন্টেলিজেন্স কেন্দ্রের গুরুত্বপূর্ণ গোপন নথি এবং গুপ্তচরবৃত্তির চাঞ্চল্যকর তথ্য রয়েছে। বলা হচ্ছে্ এসব গোপন নথি প্রকাশের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র তাদের গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক গুটিয়ে আনতে বাধ্য হতে পারে।

তবে বার্তা সংস্থা এপি এখন পর্যন্ত ফাঁসকৃত নথির বিশ্বাসযোগ্যতার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। এদিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে ফাঁসকৃত নথিকে সিআইএ’র জন্য হুমকি উল্লেখ করে পেশাদার নথি বিশ্লেষণকারী বিশেষজ্ঞরা বলছেন, উইকিলিকসের ফাঁসকৃত নথি সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে গোপন নথি প্রকাশের ব্যাপারে বেশ খ্যাতি রয়েছে উইকিলিকসের। এর আগে একসাথে লক্ষ লক্ষ গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টি করেছিলো সাইটটি।

এছাড়া কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেট জাতীয় কমিটির (ডিএনসি) গোপন নথি ফাঁস করে দেয় উইকিলিকস। ওই ফাঁসকৃত নথিতে এমন কয়েকটি অডিও বার্তা প্রকাশ করা হয় যেগুলোর কারণে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন বেকায়দায় পড়ে যান।

বাংলাদেশ সময়: ১৬:০২:২০   ৩০৪ বার পঠিত