বুধবার, ৮ মার্চ ২০১৭
ছয় রানের আফসোস নিয়ে বিদায় মেন্ডিসের
Home Page » ক্রিকেট » ছয় রানের আফসোস নিয়ে বিদায় মেন্ডিসের১৯৪ রান করে ফেলেছিলেন। আর মাত্র ছয়টা রান করতে পারলে হয়ে যেতো ডাবল সেঞ্চুরি। কিন্তু হলো না। কুসাল মেন্ডিসকে ফিরতে হলো ছয় রানের আফসোস নিয়ে। কে জানে, কবে আবার এই আফসোস ভোলার উপলক্ষ্য পাবেন তিনি!
মেন্ডিস যেভাবে আউট হয়েছেন, তাতে নিজের দুর্ভাগ্য ছাড়া আর কাউকে তিনি দোষ দিতে পারবেন না। মিরাজের নির্বিষ বলটাকে ছয়-ই প্রায় বানিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের হয়ে বহু অবিশ্বাস্য ক্যাচ নেয়া তামিম আরো একবার দাঁড়িয়ে গেলেন হিমালয়ের দৃঢ়তা নিয়ে।
সীমানায় প্রথমে ছয় হতে যাওয়া বলটা ধরলেন তিনি। এরপর ঠিকঠাক দাঁড়াতে গিয়ে দেখলেন তিনি নিজেই সীমানার বাইরে চলে যাচ্ছেন। তামিম তড়িৎ বলটা ভাসিয়ে দিলেন হাওয়ায়। এরপর বাউন্ডারের বাইরে একটা পা ফেলে আবার এলেন ভিতরে। ততক্ষণে বলটাও নেমে এলো তার হাতে। বলটা যেনো তখন তামিমের পোষমানা শান্তির পায়ড়া!
মেন্ডিস চেয়েছিলেন তার নায়কোচিত ইনিংসটাকে আরো একটু বীরত্বপূর্ণ চেহারা দিতে। না হলে ডাবল সেঞ্চুরির এমন সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে! তারপর আবার তার আউট হওয়ার কথা ছিলো শূন্য রানেই।
মেন্ডিসের আউটের পরও অবশ্য বাংলাদেশ খুব একটা স্বস্তিতে নেই। কারণ পাঁচ উইকেট হাতে রেখেই চারশ পেরিয়ে গেছে স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৩ ৩৭০ বার পঠিত