মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭

শিল্পী কালিকাপ্রসাদকে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো

Home Page » মুক্তমত » শিল্পী কালিকাপ্রসাদকে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো
মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক কালিকাপ্রসাদ ভট্টাচার্য (৪৭)। আহত হয়েছেন তাঁর গানের দল ‘দোহার’ এর অন্য সদস্যরা।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে হুগলিতে এ দুর্ঘটনা ঘটে।

এদিন সকালে বীরভূম থেকে অনুষ্ঠান সেরে ফিরছিল দোহার ব্যান্ড। গাড়িতে ছিলেন দলের মোট সাত জন সদস্য। পুলিশ জানায়, দোহারের শিল্পীরা যে গাড়িতে করে যাচ্ছিলেন, তার টায়ার ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রচন্ড গতিতে গাড়িটি হাইওয়ে ধরে যাচ্ছিল। কোনও মেকানিক্যাল ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি কালভার্টে ধাক্কা মারে। কালিকাপ্রসাদের আঘাত গুরুতর ছিল বলে জানা গিয়েছে।

ফাঁকা এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দারাও প্রথমে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেননি। পরে গুরুতর আহত কালিকাপ্রসাদসহ বাকি আরোহীদের উদ্ধারকাজ শুরু হয়। বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

17198576_1722126011411922_521119121_n.jpg

দলের অন্তত তিন সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ‘দোহার’ এর কোন কোন সদস্য গুরুতর আহত, তা এখনও জানা যায়নি।

বাংলা লোকগানের দল দোহারের পথচলা শুরু ১৯৯৯-এ। গ্রামবাংলার লোকগানকে তুলে ধরেছিল দোহার।

বাংলাদেশ সময়: ২১:৫৩:৪৩   ৩০২ বার পঠিত