মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭

অবিস্মরণীয় সাত মার্চ

Home Page » জাতীয় » অবিস্মরণীয় সাত মার্চ
মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭



বঙ্গনিউজ: ঐতিহাসিক ৭-ই মার্চ। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কথায় তৎকালীন রেসকোর্স ময়দান কম্পিত হওয়ার দিন আজ। ঠিক ৪৫ বছর আগে এই দিনে বাংলাদেশের সাত কোটি মানুষকে(১৯৭১ সালের মোট জনসংখ্যা) স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু।

7 march

পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনের অভিযানে নামার আগ মুহূর্তে বাংলার মানুষকে রুখে দাঁড়ানোর ডাক দেন বঙ্গবন্ধু। পরে দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধ করার পর অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ।

৪৫ বছর আগে ৭-ই মার্চের এই দিনটিতে ঢাকার রেসকোর্স ময়দানের পরিবেশটা ছিল অন্য রকম। দেশের সকল অঞ্চল থেকে বঙ্গবন্ধুর ঘোষণা শোনার জন্য রেসকোর্স ময়দানে হাজির হয়েছিলেন সর্বসাধারণ। বাস কিংবা লঞ্চে চেপে অথবা পায়ে হেঁটেই রেসকোর্সে উপস্থিত হয়েছিলেন সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষ।

লাখ লাখ মানুষের মুহুর্মুহু গর্জনে কেঁপে উঠছিল রেসকোর্স ময়দান। বিক্ষুব্ধ জনতার অনেকে লাঠি নিয়ে হাজির হয়েছিলেন রেসকোর্সে। সেই পরিস্থিতিতে স্বাধীনতার যুদ্ধে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলে বঙ্গবন্ধু। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর এই ভাষণ প্রতিবাদের মানসিকতা এনে দিয়েছিল বাংলাদেশের সাত কোটি মানুষকে।

দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন। প্রতি বছরই এই দিনে সমাবেশের আয়োজন করে আসছিল আওয়ামী লীগ। কিন্তু এবার দলীয় সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকাতে সমাবেশ হচ্ছে ন।

দলীয় সভানেত্রী না থাকলেও বিভিন্নভাবে ঐতিহাসিক দিনটিকে স্মরণ করছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচী শুরু করে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৯:৪১:২০   ২৮৭ বার পঠিত