মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
ছয় মুসলিম দেশের উপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা
Home Page » প্রথমপাতা » ছয় মুসলিম দেশের উপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা
বঙ্গনিউজ: ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত এই নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। যাতে সব দেশের শরণার্থীদের ওপরও ১২০ দিনের নিষেধাজ্ঞা থাকছে। নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১৬ মার্চ থেকে।
বারাক ওবামার জায়গায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সপ্তাহ না ঘুরতেই সাতটি মুসলিম দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। ওই সাত দেশের মধ্যে সিরিয়ার নাগরিকদের অনির্দিষ্টকালিন ভাবে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প। পাশাপাশি সব ধরনের শরণার্থীদের ১২০ দিনের জন্য নিষিদ্ধ করেছিলেন।
কিন্তু ট্রাম্পের এই নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দেয় আদালত। পরে আপিল করেও ফয়দা আদায় করতে পারেনি ট্রাম্প প্রসাশন। তারপর থেকেই ট্রাম্প বিভিন্ন সময় আভাস দিচ্ছিলেন যে, নতুন নিষেধাজ্ঞা আসছে। সেটাই হলো এবার।
নিষেধাজ্ঞার তালিকা আগের সাত থেকে এখন ছয় হয়েছে কারণ এবার ইরাককে বাদ রাখা হয়েছে। অর্থাৎ নতুন নিষেধাজ্ঞায় ইরাককে বাদ রাখা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার অন্তর্ভূক্ত ইরান, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, সুদান ও সোমালিয়া।
প্রথম নিষেধাজ্ঞায় সিরিয়ার নাগরিকদের উপর অনির্দিষ্টকালিন নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এই নিষেধাজ্ঞায় সেটা উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৯:৩৫:২৯ ৩২৩ বার পঠিত