মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭

যমুনার বালু যাবে সিঙ্গাপুর ও মালদ্বীপে

Home Page » প্রথমপাতা » যমুনার বালু যাবে সিঙ্গাপুর ও মালদ্বীপে
মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭





 বঙ্গনিউজঃ যুমনা নদীর বালু সিঙ্গাপুর ও মালদ্বীপে রফতানির সিন্ধান্ত নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয়ে সোমবার জাতীয় বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বালু প্রতি ঘণফুটের মূল্য ১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভূমিমন্ত্রী শামসুর রহমান বলেন, নৌযান চলাচল প্রবাহ উপযোগী ঠিক রেখে এবং নদীর নাব্যতা যথাযথ রেখে যমুনা নদীর প্রস্তাবিত স্থান থেকে প্রাথমিকভাবে ৬ মাসের জন্য বালু উত্তোলন করা যাবে। তবে কোনোভাবে পরিবেশে ওপর এর বিরূপ প্রভাব দেখা গেলে বালু উত্তোলন বন্ধ রাখা হবে।

ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লি. নিজ খরচে প্রাথমিকভাবে ২ বছরের জন্য যমুনা নদী ড্রেজিং এবং ড্রেজিংকৃত বালু সিঙ্গাপুর ও মালদ্বীপে রফতানিকরণ বিষয়ে পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদন করে। এরপর গত বছরের ১৮ অক্টোবর পানি সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় যৌথভাবে পরীক্ষামূলকভাবে বালু উত্তোলন ও ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেড দ্বারা বিদেশে বালু রফতানির বিষয়টি জাতীয় বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়।

কমিটির সুপারিশ অনুযায়ী সর্বসম্মতিক্রমে প্রতি ঘনফুট বালুর মূল্য ১ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৪:৪৬   ৪০৭ বার পঠিত